অন্তহীন যাত্রা

কৌস্তভ ঘোষ

মনে হচ্ছে এবার একটু বিশ্রাম নি,

অনেক ছটফটানি হলো, অনেক হলো দৌড়াদৌড়ি।

শরীর??

না, না, মনের কথা বলছি।

জীবনের এই অলিম্পিকে এই যে এত দৌড়াই।

এটা জেনে ও যে কিছু থাকে না, থাকবে না।

শরীর না থাকলে থাকা না থাকা একাকার হয়ে যাবে।

একটু বিশ্রাম দরকার।

একটু ঝোড়ো হাওয়া,

এক পশলা বৃষ্টি।

উড়ে যাক সব দুর্ভাবনা গুলো।

প্রখর তপন তাপে তাপিত হয়েও থাকে আশা-

নিভবে আগুন ভিজবো নতুন ভাবে।

Leave a Reply

%d bloggers like this: