কৌস্তভ ঘোষ
মানুষ কত স্বপ্ন দেখে,
পরিকল্পনা করে এটা জেনেও যে-
সময়ের উপর ছড়ি ঘোরানোর ক্ষমতা তার নেই।
তবু সে নিজের একটা টাইম লাইন বানায়।
কি কি কত বছরের মধ্যে পেতে হবে।
সে হারিয়ে ফেলতে পারে সব কিছু।
হয়তো বা সে যা যা ভাবছে তার কিছুই না পেয়ে হয়ে পড়বে হতাশ।
শুধু বাঁচার রসদ জোগাড় করা টা ই তখন স্বপ্নের মত।
স্বপ্নের ফেরিওয়ালা দের খোঁজে,
গেয়ে ওঠে সে-
“স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন”
Leave a Reply