না বলা কথা (দ্বিতীয় ভাগ)

কৌস্তভ ঘোষ

না বলা কথা-

আমাদের জানতে অজান্তে অনেক কথা থাকে;

যা বলতে চাইলেও বলতে পারি না।

যা বলতে চাইলেও বলা হয়ে ওঠে না।

বলা হয়ে ওঠে না বাবা কে কতটা ভালোবাসি।

বলা হয়ে ওঠে না মা কে চিন্তা কর না।

বলা হয়ে ওঠে না স্ত্রীকে তুমি ছাড়া আমি অচল।

বোন কে বলা হয়ে ওঠে না তাদের প্রতি অভিমান গুলো।

না বলা কথাগুলো না বলেই হয়ে ওঠে সুন্দর।

সে ভাস্মর হয়ে ওঠে ভেতরের অনুভূতি গুলোতে।

সে বাঙ্ময় হয়ে ওঠে চোখের চাহুনিতে।

সে জীবন্ত হয়ে ওঠে হাতের একটি স্পর্শে।

না বলা কথা গুলো তাই হয়ে ওঠে অমলিন।

Leave a Reply

%d bloggers like this: