গুপ্তিপাড়ার বাউল উপাখ্যান

কৌস্তভ ঘোষ

গুপ্তিপাড়া নিবাসী এক বাউল তিনি,

গোবিন্দ হালদার তার পিতৃদত্ত নাম।

বাউল- বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক।

ভগবানের সাথে সংযোগের এক পন্থা।

বাউল মানে জীবনের গান গাওয়া।

Poem written by Gobinda Halder

গোবিন্দ হালদার, শিক্ষার আলো না পাওয়া এক হতদরিদ্র।

তবু তার শিক্ষা, তার সাহিত্য সৃষ্টি লজ্জায় ফেলে দিতে পারে অনেক মানুষ কে।

এই সৃষ্টিই তার মুখে জোগাতে থাকে ভাত।

তার একতারা জোগায় শক্তি।

সে বাধা পায়, তবু সে হাসে।

থামতে সে শেখেনি, থামতে সে জানে না।

সে নিয়ে এসেছে মৃত্যুহীন প্রাণ,

তাই সে লিখে চলে, গেয়ে যায় জীবনের গান।

Poem written by Gobinda Halder

[Baul Gobinda Halder,Residence Guptipara, Hooghly, Mobile-+919932998393]

Leave a Reply

%d