একদিন সবাই সফল হবো

কৌস্তভ ঘোষ

এই কবিতা টা বন্ধুদের জন্য উৎসর্গ করেছি,

আর উৎসর্গ করেছি নিজের প্রতি।

আমরা একদিন একসাথে শুরু করেছিলাম সেই যাত্রা।

সেই যাত্রা শুরু হয়েছিল স্কুল ও কলেজ থেকে।

আজ একসাথে নেই, অনেকে সাথে নেই।

অনেকে থেকে ও নেই, অনেক কে চেয়ে ও নেই।

তবু একটা জিনিসে আমরা সবাই আছি-

লক্ষ্যের লক্ষ্যভেদে চলেছি এগিয়ে।

এই কবিতা টা লিখবো সেই কবে থেকে ভাবছি।

আজ লিখেই ফেললাম।

অনেকের নাম এই কবিতাতে নথিভুক্ত করবো ভেবেছিলাম।

তারা অনেকেই আজ অনেক দূরে-

অহংকারের নৌকায় অপমানের দাঁড় বেয়ে চলে গেছে তারা।

তারা হয়তো বিভিন্ন ভাবে সফল বা সফলতার পথে।

বা তারা যেখানেই থাকুক;

শুরু টা যখন একসাথে হয়েছে শেষ টা এক ভাবে হোক।

একদিন সবাই সফল হবো-

নিজের ভাবে, নিজের মত করে।

One response to “একদিন সবাই সফল হবো”

Leave a Reply

%d bloggers like this: