ভক্তি(Devotion)

Kaustav ghosh

ভক্তি মানে কি? সমর্পন।


তুমি আমার ইচ্ছা পূরণ করলে ও যাবো, ইচ্ছে পূরণ না করলে ও যাবো। তোমার প্রতি ভীষন টান থেকে যাবো। যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, হিসেব নিকেশ নেই, লাভ ক্ষতি নেই।

শুধু তাঁকে দর্শন করার অভিলাষী হয়ে তার সামনে দাঁড়ানো। তাঁকে দেখতে পেলে কিছু চাওয়া পাওয়ার থাকে না, তাঁর দর্শন মানেই সবকিছু পেয়ে যাওয়া।

সত্যি ভেবে দেখুন না, তাঁর দর্শন পেলে সত্যি কিছু আর পেতে বাকি থাকে যদি না আমরা তাকে একটি মাটি বা ধাতুর তৈরি একটি সাধারন বিগ্রহ ভাবি যার কাজ শুধু ইচ্ছে পুরন করা।

তাই যখন কোনো মুনি ঋষি তাঁর দর্শন পেতেন বলতেন দুটো কথা –

ক) তোমার চরণ কমলে যেন থাকে আমার মতি স্থির।

খ) তোমার দর্শন পেয়ে গেছি তাই আর কিছু পেতে বাকি নেই আমার।

তখন সাকার নিরাকার, তিনি আর আমি একাকার হয়ে যাই।

ভক্তি মানে এই বিশ্বাস টা রাখা যে তিনি আমার ভালো আমার চেয়ে বেশি বোঝেন।

ভক্তি বলতে তাঁকে মন থেকে বলতে পারা সত্যি কারের ভালোবাসি।

পূজা তে ভক্তি তথা সমর্পন যথেষ্ট, বাকি সব বাহ্যিক। যেখানে ভালোবাসা যথেষ্ট সেখানে বাকি কিছু থাকুক বা না থাকুক সেটা বড় কোনো ব্যাপার না।

আমার বাড়ির কালী

Leave a Reply

%d bloggers like this: