শ্রীশ্রীঠাকুর কথা

মাধব স্বামীজী (কিঙ্কর ওমানন্দ)

শ্রীশ্রীঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথদেবের উপদেশ —-

ক্রোধকে অক্রোধ দ্বারা জয় করবে। ক্রোধ চন্ডাল, যে ক্রোধ করে তার ভীষণ ক্ষতি হয়, যার উপর করা হয় তার ততটা হয়না, তার সেই ক্রুদ্ধ ব্যক্তির জন্য প্রার্থনা করা উচিত।
ধরো কেউ গালাগাল দিচ্ছে মনে করতে হবে পাপক্ষয় হচ্ছে, সহ্য করলে তবে পাপক্ষয় হলো, আর যদি উত্তর দাও অর্থাৎ সেও গালাগাল দিয়েছে তুমিও দিলে তাতে নূতন কর্মসৃষ্টি হলো।
আবার কেউ সুখ্যাতি করছে ভাববে শুভকর্ম ক্ষয় হচ্ছে, যদি তাতে তুমি অহংভাবে গর্বিত হও তাহলে আবার কর্ম সৃষ্টি হলো। কর্মকে আশ্রয় করেই জীবের শুভাশুভ আবির্ভূত হয়। অর্থাৎ এইভাবে নিয়ত দর্শন করতে থাকলে শুভাশুভ জনিত কর্মবন্ধন হয় না, তখনই মুক্তির পথ স্বতঃই খুলে যায়।

Leave a Reply

%d bloggers like this: