ক্ষত

কৌস্তভ ঘোষ

ফেসবুক টা দেখছিলাম জানিস,

স্ক্রল করতে করতে হটাৎ সতেজ হয়ে উঠলো পুরনো কিছু ক্ষত।

সতেজ নাকি পুরনো জানি না যদিও,

কিন্তু ক্ষতবিক্ষত মানুষ টা কে তুই পেয়েছিলি।

যে অসম লড়াই লড়তে লড়তে হয়ে পড়েছিল ক্লান্ত।

সেদিন টার আজ দশ বছর।

জানিস আমি ভাবি ও নি আশা বা আলো দুটোই পাবো।

তুই একা ই হয়ে উঠলি আশার আলো।

সেই যুদ্ধক্লান্ত রক্তাক্ত শরীর টা কে দিলে শীতল এক ছায়া।

নতুন ভাবে লড়াই শুরু করলাম-
নিজেকে চেনার, ফিরে পাওয়ার লড়াই।


জানতাম না জানিস প্রেমে পড়লে মানুষ নিজেকে চিনতে পারে,
জানতে পারে লুকিয়ে থাকা নিজের সেই অসীম ক্ষমতা।

যে নিজেকে বিশ্বাস করতে পারতো না,
নিজেকে আয়না তে দেখেও চিনতে পারতো না সে।

তার সামনে ধরেছিলে আয়না।

যে আয়না তে দেখিয়েছিলে বার বার-

আমি ক্ষতবিক্ষত রক্তাক্ত সেই মৃতদেহ নই,

দশ বছর আগের নিজেকে ভুলে যাওয়া মানুষ টা নই,


মরেও বেঁচে থাকা মমির অভিশাপ নই,

আমি যা আজ আছি, যা থাকবো চিরকাল;


মানুষের মত এক মানুষ।

Leave a Reply

%d bloggers like this: