কৌস্তভ ঘোষ
আমরা রবি ঠাকুরের লেখা গান গাই,
কবিতা আবৃত্তি করি সেই ছোটো থেকে,
তবু ভুলে যাই ওনার কথা-
“অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো “।
তাই ঘৃণার বিষবাষ্পে পৃথিবী আজ মুহ্যমান,
একফালি রুটি আজ তাই স্বপ্নের মতো।
মানুষ খূঁজে বেড়ায় সেই স্বপ্নের ফেরিওয়ালা কে।
খুব বেশী চাহিদা তাদের ও নেই সেই স্বপ্নের ফেরিওয়ালার কাছে।
গুপি বাঘার তিন বরের মত-
তার সাথে শুধু মাথা গোঁজার ঠাই।
কিছু ফেরিওয়ালা স্বপ্ন দেখায় সাম্যবাদের।
কেউ স্বপ্ন দেখায় ধর্মভিত্তিক গঠিত রাষ্ট্রের।
গনতন্ত্রে সবাই স্বপ্নের ফেরিওয়ালা।
ধনতেন্ত্র স্বপ্ন? সে আবার কি জিনিস?
শুধু ফেলো কড়ি আর মাখো তেল।
তবু স্বপ্ন দেখি রবীন্দ্রনাথ কে বুকে নিয়ে।
স্বপ্ন দেখি ‘বীরপুরুষ’ এর সরল শিশুর মত,
ভগবান কে নিবেদন করবো অনেক ‘প্রশ্ন’বাণ।
‘ধূলা মন্দিরে’র মত খূঁজে পাবো আমার প্রাণের দেবতা কে,
খূঁজে পাবো তাঁকে শ্রমের মধ্যে।
তিনি তো শুধু নেই মন্দির, মসজিদ, গির্জা তে।
কবির ভাষা তে তাই বলে উঠি-
“আমার প্রানের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে”
Leave a Reply