নতুন ভাবে নতুন করে

কৌস্তভ ঘোষ

কালকের কবিতা টা পড়েছেন?

স্বপ্ন নিয়ে স্বপ্ন বোনা লেখাটা।

অনেক দিন বাদে লিখলাম,

অনেক দিন বাদে কবিতা লিখলাম,

অনেক দিন বাদে বাংলা কবিতা পরিবেশন করলাম।

আপনাদের জন্য শেষ কিছু লিখেছি 29 মার্চ রাত 9 টায়,

কালু যে আর 7 ঘন্টার সাথী সেদিন সত্যি বুঝতে পারিনি।

বুঝতে পারিনি সে হঠাৎ চলে যাবে এত দূরে।

চিকিৎসা তে একটু ও সাড়া দিল না,

হঠাৎ অসার হয়ে গেল তার দেহ।

কাঁদতে কাঁদতেই থেমে গেল তার কান্না,

সেই চিরঘুম যেখানে কষ্ট নেই, দুঃখ নেই।

অনেক দিন পর লেখা শুরু করলাম, আমার কালুর জন্য।

ওকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতির জন্য,

গন্তব্য এখনও যে অনেকটা দূরে।

Leave a Reply

%d