এক লাইন

কৌস্তভ ঘোষ

বেশী সাহেব হয়ে গেছি, তাই নয় কি?

বাংলা কবিতা লিখতে বসে নামকরনে ইংরেজি।

এক বাক্য লিখতে সমস্যা কি?

কিছু ইংরেজি শব্দ ঠিক যেন বাঙালী মেম বৌ হয়ে গেছে।

নামে ইংরেজি কিন্তু কাজে বাংলার মতই মিষ্টি।

এদিকে এক লাইন কবিতার এক লাইন লিখতে গিয়ে লিখে ফেললাম কত হিজি বিজি।

এটাই এক পাগল কবির বাংলার প্রতি ভালবাসা।

হটাৎ লিখতে বসে এক লাইন,

জীবনের এই রেলগাড়ি টাকে নিয়ে চলি জীবনের দিকে-

আরো আরো আরো বেশী করে।

Leave a Reply

%d bloggers like this: