চরৈবেতি

Kaustav Ghosh

মানুষ বড় দুঃখী,

কেউ কষ্ট ভুলতে ঘুরে বেড়ায়।

কেউ বা কষ্টের জন্য পারে না ঘুরতে।

আমরা তো ঘুরে বেড়াই এদিক ওদিক-

দিশাহীন ওই পঙ্গোপালের মত।

মানব জমিন কে তছনছ করে জন্মচক্রে খাই ঘুরপাক।

কিন্তু এই ঘুরতে ঘুরতেই একদিন দেখা হয় সেই উদ্দেশ্যর সাথে।

ঠিক যেমন অন্ধকার গুহাতে চলতে চলতে খূঁজে পায় এক চিলতে আলো।

তাই তো বেরোতেই হবে।

উদ্দেশ্যর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে।

জীবনকে জানতে বেরিয়ে পড়তে হবে।

নিজেকে চিনতে বেরিয়ে পড়তে হবে।

জীবন চলমান, থেমে যাওয়ার নাম মৃত্যু।

Leave a Reply

%d bloggers like this: