অপূর্ণতা

কৌস্তভ ঘোষ

না

আজকের কবিতা খুব বড় হবে না।

কিন্তু প্রতিবারের মত ভাবতে বাধ্য করবে বটে।

জীবন টা সাধনা নয় তো কি।

অপূর্ণতা থেকে পূর্ণ হবার যাত্রা।

অপূর্ণতা থেকে মুক্ত হবার যাত্রা।

অপূর্ণতা তে পূর্ণতা খূঁজে নেওয়ার যাত্রা।

কারো জীবন ই পরিপূর্ণ নয়।

পরিপূর্ণতা তো অনেকের কাছে স্বপ্নিল এক শব্দ।

পেটে ভাত, মাথায় ছাদ, গায়ে কাপড় জোটে না তো স্বপ্ন দেখবে।

স্বপ্ন দেখতে ও সাহস লাগে।

স্বপ্ন পূরণে লাগে আরও বেশী কিছু।

ছোটো বেলাতে উপনিষদের শ্লোকটা পড়তাম-

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

সেই থেকে শুরু করি পূর্ণ হবার খোঁজ।

সেই থেকে না জানি কত স্বপ্ন বুনেছি আর না জানি কত দেখেছি সেইসব ভেঙে যেতে।

কিন্তু জীবন থেমে থাকে না, থামে নি তাই এই যাত্রা।

তবে সত্য সত্যি দর্শন হয়েছে-

কিছু স্বপ্ন অপূর্ণ থেকেই পূর্ণতা লাভ করে।

3 responses to “অপূর্ণতা”

  1. আপনার আয়াত সুন্দর এবং জ্ঞানী.
    আমি মনে করি না পারফেকশন বলে কিছু আছে।
    সত্যিই, পরিপূর্ণতা কি?
    আমি মনে করি স্বপ্নে নিখুঁত অনুরূপ কিছু প্রদর্শিত হতে পারে।
    শুভকামনা.

    1. অসংখ্য ধন্যবাদ জানাই আমার লেখাতে আপনার মতামত জানানোর জন্য। আমি মনে করি মানুষ রূপী এই দুর্লভ জন্ম আসলে আমাদের অপূর্ণতা থেকে পরিপূর্ণতা অর্থাৎ ভগবানের পথে যাত্রা করা।

Leave a Reply

%d bloggers like this: