বিশ্বাসে বিশ্বাস

কৌস্তভ ঘোষ

বিশ্বাস একটা অদ্ভুত রকমের গভীর-

শব্দে, অর্থে, ভাবে।

সম্পর্ক গুলো কে ধরে রাখার অদৃশ্য কোনো এক রজ্জু।

বিশ্বাসে যা পাওয়া যায় তর্কের অতীত।

কবিগুরু বলেছেন বিশ্বাস হারানোটা পাপ।

নিজের প্রতি, অন্য মানুষের প্রতি।

এই পৃথিবীর কারবার টাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে।

ধর্ম তার ব্যতিক্রম নয়।

বিশ্বাসে বিশ্বাস চলে গেলে পড়ে থাকে বিষ।

সেই রজ্জু একবার ছিঁড়ে গেলে বোধহয় আর জোড়া লাগে না।

নিজের প্রতি, অন্য মানুষের প্রতি।

One response to “বিশ্বাসে বিশ্বাস”

Leave a Reply

%d bloggers like this: