হাওড়ার গল্প

কৌস্তভ ঘোষ

এটা হাওড়ার গল্প-

এটা একটা শহরের গল্প।

বোধ হয় শুধু এক শহরের না,

অনেক মানুষের জীবনের ও এটা গল্প।

একটা শহর যার রাজধানীর ও আগে জন্ম।

কলকাতা তখনো কলকাতা হয়ে উঠতে অনেক দেরি।

আকাশের কোনে সুযোগ এসেছিল রাজধানী হয়ে ওঠার।

মশার কামড় বাধা হয়ে দাঁড়ালো।

500 বছরের বেশী পুরনো এই শহরের যাত্রা শুরু হলো-

তবে এই যাত্রা টা পিছিয়ে পড়ার।

রাজধানীর কানাগলি পেরিয়ে কুলিটাউনের দিকে যাত্রা।

এই যাত্রা টা প্রাচুর্যের পাশে অভাবের।

প্রদীপের নিচে অন্ধকার টা বড্ড বেশী।

হাওড়া তবু থেমে থাকেনে।

হয়ে উঠেছে সে কলকাতা ও বাংলার প্রতীক।

সে জেগে থাকে অহর্নিশি।

সে জেগে থাকে ধৈর্যের প্রতীক হয়ে।

সে জেগে থাকে ব্রীজে, হাওড়া স্টেশনে।

সে জেগে থাকে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে।

সে জেগে থাকে কলকাতা কে বাংলার সাথে জুড়তে।

সে জেগে থাকে বাংলা কে দেশের সাথে জুড়তে।

লড়াইকে পাথেয় করে এগিয়ে চলে সে।

Leave a Reply

%d bloggers like this: