সৃষ্টি লীলা

photo of person s hand with paint colors

কৌস্তভ ঘোষ

খেলা শুরু হতে চলেছে,

তার আগে পারি দেবো নিরুদ্দেশের দেশে।

ফিরবো রাজ্যাভিষেকের দিনে,

যেন কোথাও যায়নি।

এখানেই ছিলাম প্রথম থেকে।

থাকতে এসেছি, হারিয়ে যেতে না।

হারিয়ে তারা যায় যারা সহজে হার মানে।

হারিয়ে তারা যায় যারা হেরে থেমে যায়,

ঝেড়ে উঠে পড়ে না।

পড়ব, ভাঙবো, থামব না।

অনেকে অপেক্ষায় আছে।

কেউ চায় ধ্বংসলীলা,

কেউ চায় নতুন কিছু।

ধ্বংস হবে, তবেই তো সৃষ্টি হবে নতুন কিছু।

Leave a Reply

%d bloggers like this: