কৌস্তভ ঘোষ
কালকে তোর জন্মদিন-
না জানি সেটা কত তম জন্মদিন।
কিন্তু আজ ও তুই একাধারে অনেক কিছু।
তোকে আমার বন্ধু হিসাবে জানি,
না জানি কত কথা ভাগ করে নি তোর সাথে।
ভাগ করে নিয়েছি আমার টিফিন গুলো।
ভাগ করে নিয়েছি হাসি-কান্না, সাফল্য- ব্যর্থতা।
মুখ ফুটে কিছু না বললেও বুঝে যাস তুই।

জানিস তোকে বলাই হয় নে-
যখন ঘুমোতে যেতাম মা তোর গল্প শোনাতো।
মধুসূদন দাদার- যে সব সময় পাশে থাকত।
ভাগ্যিস তুই ছিলিস- আমার ছায়া সঙ্গী হয়ে।
ছায়া?? না না-
তুই প্রতিটি মুহূর্তে থাকিস।
বলি বা না বলি কোনোদিন তো হাত ছাড়িস নি আমার।
যখন খুব রাগ হয় বা অনেকটা অভিমান।
আমার স্বপ্নতেও তুই কোনোদিন দিশা হারাতে দিস নি।
ভুলতে পারি না সেই কঠিন বছর গুলো।
2005, 2008, 2010, 2013, 2018, 2020, 2022।
শুভ জন্মদিন বন্ধু।
তোকে কি উপহার দি বল তো-
কিছু তো নিয়ে আসি নি সাথে, বাকি যা কিছু সব তো তোর।
শুধু একটা আবদার তোর কাছে-
এভাবেই থাকিস সাথে, সারা জীবন।
খুব ভালো থাকিস বন্ধু।
আরো অনেক কিছুই বলার ছিল-
না, আজ এটুকুই থাক।
মনের কথা তুই ঠিকই বুঝে নিবি।
Leave a Reply