কৌস্তভ ঘোষ
বন্ধুত্ব-একটা গভীর শব্দের নাম।
যে নিজে একটি সম্পর্ক,
কিন্তু সব সম্পর্ক সে বিনা নিস্তেজ।
যাকে দরকার প্রতিটি সম্পর্কের গভীরে।
সে থাকলে প্রতিটি সম্পর্ক হয়ে ওঠে আরো গাঢ়।
একটা বন্ধু সব সময়েই প্রয়োজন।
সব সময় পাশে থাকার নামই তো বন্ধুত্ব।
বন্ধুত্ব মানে হাত বাড়ালেই যাকে পাওয়া যাবে।
শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা-
বন্ধু মানে একটু আশা আর অনেকটা ভরসা।
বন্ধুত্ব মানে মন আর মুখ এক।
যে মুখে না, কাজেও সে বন্ধু।
যে শুধু বিপদে না, সুখে ও পাশে চাইবে।
ব্যর্থতার কানাগলি পেরিয়ে যখন সাফল্য আসবে,
বেকারত্ব পেরিয়ে যখন আসবে কাজের সুযোগ।
বন্ধু তখন হয়ে ওঠে না অচেনা।
বন্ধুকে সারাক্ষণ করতে হয় না ফোন, মেসেজ-
সে যেখানেই থাকুক,
সে ঠিক বুঝিয়ে দেয়,
সে ছিল, সে আছে।
যে থাকতে আসে, সে থেকেই যায়।
থাকার কারণ নিজেই খূঁজে নেয়।
Leave a Reply