কৌস্তভ ঘোষ
আমরা মানুষ রা অভিনয় করি,
প্রতিনিয়ত করে চলি নাটক,
এই পৃথিবীর নাট্যশালায়-
বিস্মৃতি বা বিস্মৃত হওয়ার।
বলি সব কিছুই ভুলে গেছি।
আসলে কিছুই ভুলি নি,
আসলে মনের গভীরে সযত্নেই করি লালন পালন।
ভুলতে পারি না কিছু অচেনা মানুষকে,
যারা অচেনা হয়েও না জানি কত চেনা।
সাথে থেকেছে হাত শক্ত করে।
ভুলতে পারিনি সেই চেনা মানুষ গুলো কে ও।
আসলে এটা বুঝতে পারি নি,
বুঝতে পারি নি তাদের কোনটা আমার চেনা-
মুখ না তাদের মুখোশ?
বন্ধুর বিপদ দেখলেই যেটা খসে পড়ে।
বন্ধুর বিপদে বন্ধু তলিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে।
আমার স্মৃতিশক্তি টা আবার একটু বেশীই সতেজ।
প্রেরকের ছোটো খাটো জিনিস ও ভুলি না।
সে সাহায্য হোক বা দূর্ব্যবহার।
বদলা??
না না।
বদলা তো তাদের গুরুত্ব বাড়িয়ে দেবে।
তার চেয়ে ও বেশী গুরুত্বপূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা।
নিজের লক্ষে অবিচল এক স্বয়ংসিদ্ধ।
প্রশংসা বা তিরস্কার যার ভিত কাঁপাতে পারে না।
হয়ে ওঠে গীতায় বর্ণিত সেই আদর্শ পুরুষ।।
Leave a Reply