ভালোবাসি এই দেশ কে

কৌস্তভ ঘোষ

ভালবাসা কি সেটা বুঝেছি মা কে দেখে,

যে আমায় জন্ম দিয়েছে, সহ্য করেছে অনেক কষ্ট ।

করতে হয়েছে অনেক কিছুর ত্যাগ-

সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, কেরিয়ার

না জানি আরো কত কি।

ঠিক আমার দেশের মত।

যাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল র‌্যাডক্লিফ লাইন।

এক মা ভাগ হয়ে গেল তিন ভাগে।

কিন্তু লড়াই এখনো থামে নি, আরো জোরদার হয়েছে।

জাতি, ধর্ম, বর্ণ, রং, ভাষা;

কখন ও বা খাদ্যাভ্যাস, এমনকি চোখের গড়ন ও বেশভূষা।

মায়ের বুকের পাঁজর আজ ছিন্নভিন্ন, রক্তাক্ত।

ওরে, আর কত রক্ত ঝরলে তোরা থামবি।

আর কত মা কোল শূন্য দেখে বিলাপ করবে।

চল না, এই দেশের বুকে স্বর্গ নামিয়ে আনি।

মন খুলেই বল একবার-

ভালোবাসি এই দেশ কে।

Leave a Reply

%d