কৌস্তভ ঘোষ
আমাদের ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে থাকলে,
আমাদের ভবিষ্যত কে গ্রাস করবে কাজল কালো অন্ধকার।
কাল নিজেকে বাঁচাতে চাইলে আজ কে দিশা দেখাতে হবে,
পাশে দাঁড়িয়ে থাকতে হবে।
আমাদের ভবিষ্যত যাদের হাতে,
শক্ত করতে হবে তাদের কচি হাতগুলো।
আমাদের হাতে যে বর্তমান আছে তা বর্তমানে নষ্ট করলে,
ভবিষ্যতের হাতে থাকা বর্তমান হয়ে যাবে মূল্যহীন।
ওদের চোখে আছে অনেক স্বপ্ন,
নতুন কিছু করার জন্য আছে উদ্যম, আছে সাহস।
দিশার অভাবে আশাহীন হয়ে করে ফেলে সব নষ্ট,
মন খুলে তবু হাসতে জানে আসুক যতই কষ্ট।
আজকের চারাগাছগুলো কাল হয়ে উঠবে বট,
যদি একটু দিশা দেখাই, ধরিয়ে দি সব ভুল।
মরার কথা ভুলে আনন্দে হয়ে ওঠ মশগুল।
আমরা যা যা পাইনি তা তোদের উজার করে দেব,
এভাবেই না হয় সুন্দর এক সমাজ গড়ে নেব।
এইভাবে আমি স্বপ্ন দেখি, হই না যতই শূন্য।
ওদের জন্য না করলে জীবন হবে না পূর্ণ।
যতদিন পূর্ণ হবে না স্বপ্ন বারবার ফিরে আসবো,
নেতাজির হাঁটা পথটা ধরে ভারতকে ভালবাসবো।
Leave a Reply