শুধু তোমার জন্য

কৌস্তভ ঘোষ

আমি জানি না তুমি কোথায় আছো,

কেমন ই বা তুমি দেখতে।

তবু এই কবিতাটা-

শুধু তোমার জন্য, শুধু তোমার ই জন্য।

জানো খুব রোম্যান্টিক আমি,

কত না জানি স্বপ্ন বুনে রেখেছি।

এভাবে প্রপোস করবো, এই এই ফুল দেবো।

লিখবো হাজারো কবিতা তোমাকে নিয়ে।

ভাঙা গলাতেও গাইবো অনেক গান,

হাসলেও জানি শুনবে মন দিয়ে।

তোমার হাসির এক পশলা ঝলক,

উড়ে গেল সব মন খারাপের মেঘ।

ভাবছো, এত স্বপ্ন কি করে দেখি-

যেদিকে তাকাও হৃদয় ভাঙার গল্প।

অভাবে নাকি ভালবাসা ছেড়ে যায়,

ব্যর্থতা দেখে পালানোর পথ খোঁজে।

প্রেয়সী, তবে তুমি আমায় বলো-

স্বপ্ন ছাড়া বাঁচতে পারা কি যায়?

স্বপ্নতেই প্রথম তোমার সাথে দেখা,

স্বপ্ন বাস্তব হওয়ার অপেক্ষায়।

জমে আছে কত ক্ষোভ আর অভিমান,

জমাট বাঁধা বুকের মাঝের ক্ষত।

তুমি আসলে গল্প হবে অনেক,

হাতের মধ্যে হাতটা খালি রেখো।

এই কবিতাটা তোমায় নিয়ে লেখা,

শুধু তোমার নামটা বসিয়ে নিও।

ততদিন থাকবো তোমার প্রতীক্ষায়-

শুধু তোমার জন্য, শুধু তোমার ই জন্য।

Leave a Reply

%d