সফলতা (SUCCESS)

কৌস্তভ ঘোষ

সাফল্য করে কয়, যে কেবলই ছলনাময়।

‘তোমরা যে বলো দিবস রজনী’ আমেরিকা, ইংল্যান্ড-

না জানি কত নামী দামি ব্র্যান্ড।

কারে কয় তবে সফলতা, সে কি আত্মকেন্দ্রিকতা।

কারে কয় তবে ভালো থাকা, অগাধ শান্তি না প্রচুর টাকা।

বিদেশ বিভুই দামি গাড়ি ঘড়ি, কোটি কোটি টাকা বহুতল বাড়ি।

এত কিছু পেয়েও দুঃখ কি গেছে, প্রশ্ন হাজারো এক-

ধৈর্য ধর, সময় কে তো সময় দিয়ে দেখ।

হাজারো ভৃত্য, হাজারো বিত্ত, এত প্রভাব প্রতিপত্তি, এত কিছু পেয়েও নেই কেন মোর একটু আধটু শান্তি।

আকাশের নিচে ওই যার থাকে, ক্ষুদার জ্বালা, তৃষ্ণার ফাঁকে।

পেটে ভরা বাসি, দুঃখের রাশি-তবু ম্লান যে হয় না এদের হাসি।

কারে বলে তবে কৃতকার্য, কেন হবে সে পরের বিচার্য।

সফলতা মানে বাবা মায়ের মুখে সেই অম্লান হাসি, সফলতা মানে দুঃখে সুখে আরো বেশি করে বাঁচি।

সফলতা মানে পেশাকেই নেশা করে খুব ভালো আছি।

সফলতা মানে প্রেয়সী কে বোঝানো তাকে কত ভালোবাসি।

সফলতা মানে দুঃখের মাঝে আরো বেশি করে হাসি।

সফলতা নয় মিছা কোন নাটক, নয় গো দেখনদারি।

সফলতা মানে মানুষের মুখে হাসি ফোটাতে পারি।

সফলতা মানে অন্যের অনুপ্রেরণা হয়ে ওঠা-

সফলতা মানে সাথে আছি সাথি আসুক জোয়ার ভাঁটা।

সফলতা মানে হারার আগে হার না মানা পণ,

চরৈবেতি মন্ত্র জপে এগিয়ে যাবেই জীবন।

[This poem was published in Udvabon magazine run by Shibpur Shristi ngo. you can find them on https://www.shibpursristi.org/ ]

Leave a Reply

%d