ভগবান নাকি বিজ্ঞান

Kaustav Ghosh

এই জগত তো তোমার তৈরী, তবু কেনো তোমার এত বৈরী?

জগতে এত কষ্ট তবু তোমাকেই লোকে পুজে,

অপ্রাপ্তির ভাঁড়ার ভর্তি হলেও তোমাকেই তারা খোঁজে

সত্যি আছো তুমি,নাকি মানুষের কল্পনা

তোমার মহিমা কিছু না সব বিজ্ঞানের রচনা

আর কি কি তোর বলার আছে, আজ শুনতে চাই

তারপর কিছু প্রশ্নের যেন খাঁটি জবাব পাই

তোমার আবার প্রশ্ন?তুমি জবাব আমায় দাও

কিসে মিটবে খিদে, আর কত রক্ত চাও?

আজ ইবোলা,কাল কোরোনা কত নিত্যনতুন রোগ

তুমি কি বলতে পারো তারা আর কি কি করবে ভোগ

গুহায় বন্দি থেকেও ভাবত মানুষ তুমি সথেইআছো

বন্দি ঘরে যাচিছে মানুষ কোথায় তুমি গেছ?

যুগে যুগে তুমি আসবে ফিরে বললে তুমি গীতায়

কোরোনায় হয়ে অসহায়প্রভু আজ গেলে তুমি কোথায়?

বিজ্ঞান আজ লড়ছে বাইরে, তুমি গর্ভগৃহে

এবার বলো কবে আর তুমি আসবে মানবদেহে

বিজ্ঞানের আশীর্বাদে মানুষ হবেই কোরোনা মুক্ত,

তখন আর কেউ পুজবে না আর হয়ে  যে অভুক্ত

করিস না পূজা তবে, বল কাকে বলে তবে পূজা

শিবজ্ঞানে জীবসেবা, সব জীবেই আমায় খোঁজা

তোকে অভুক্ত রেখে কোনোদিন মা খেয়েছে নাকি কভু,

তোরা না খেলে কিভাবে তবে খাবে এই মহাপ্রভু

ধর্ম মানে জীব কে যা ধারণ করে রাখে, ধর্ম যাকে আঁকড়ে মানুষ বাঁচতে শেখে

ধর্ম মানে জানাঅজানা বিশেষ কিছু জ্ঞানধর্ম মানে মানবতা,ধর্ম তারি ধ্যান

ধর্ম মানে নিজে ভালো থেকো, পরকেও রেখো ভালো

ধর্ম  যা কাটায় আঁধার, আনে জ্ঞানের আলো

ধর্ম মানে অনাড়ম্বর,ধর্ম ন্যায়ের প্রকাশধর্ম মানে অন্তর্নিহিত দেবত্যের বিকাশ

ধর্ম যে বিজ্ঞানের আরেক নাম,ধর্ম যেন রহস্য মোরা সুন্দর এক খাম

ধর্ম কবে বলেছে অন্যের থেকে কাড়োবলেছে কি নিত্যনতুন রোগ আবিষ্কার করো?

ধর্ম  নয় অনুকরণ যা আছে ধর্মগ্রন্থেধর্ম মানে এটুকু বোঝা আমি আছি জীবের মধ্যে

আমি শক্তি,অনুপ্রেরণা,আমি কল্যাকারীসকল কিছুর সৃষ্টি,স্থিতি,আমি প্রলয় করি

আমার স্বরূপ পিতামাতা-তোরা তাকেও কষ্ট দিস;

খাবারেও তোরা মেশাস ভেজাল, কত রকমের বিষ

তোরা খূঁজিস গর্ভগেহে,আমি তো প্রতিটা জীবের দেহে

জীবে প্রেম কর বললেও তোরা শুনেছিস কোনো কথা,

 ভাইয়ে ভাইয়ে লড়েমরে দিয়েছিস শুধু ব্যথা

লোভের উদয়ে বাড়ে  অসন্তোষ,ভরে অপ্রাপ্তির ভাঁড়ার

নেবে আর নেবে, মিলবে না কিছু,জীবন যে ছাড়কার

শক্তির স্ফুরনেই হলো সভ্যতার উন্মেষ,দ্বেষের প্রভাবে বানিয়ে যত নিত্য নতুন দেশ।

আমি শক্তিযার নেই সৃষ্টি না আছে ধ্বংস;জীবজগত সব কিছুই তো আমার অংশ

যখন বুঝবি মানুষের ক্লেশ,দুঃখ, বঞ্চনামর্তেই হবে সুন্দর এক স্বর্গের রচনা

Leave a Reply

%d bloggers like this: