না বলা কথা

Kaustav Ghosh

অনেকদিন বাদে লিখতে বসলাম,

কবিতার খাতা টা ঝেড়ে,

পাতা গুলো উল্টাতে লাগলাম।

যে পাতা গুলো ভর্তি হয়ে গেছে আর যেগুলো ভর্তি করতে বাকি।

কবিতা যে শুধু শুরু হয়, নেই তার পরিসমাপ্তি।

কিছু কবিতা অপূর্ণ হয়েও পূর্ণ, কিছু পূর্ণ হয়েও অসমাপ্ত থেকে যায়।

তাই নিরুপায় হয়েই উপায় করলাম আজ, অনুভূতি গুলো পাক কবিতার সাজ

আমি তখনো ছিলাম যখন তুমি চিনতে না এই শহর,ছিল না অত ফেসবুকের ধুম।

ছিল শুধু ভিজিএ ক্যামেরা, মানুষ হত না স্মার্ট ফোনে গুম।

ছিলাম প্রথম থেকেই, যখন তোমার প্রবেশ হয়নে এই অপার্থিব দুনিয়াতে।

তবু দিতে পারি নি ফার্স্ট লাইক বা কমেন্ট।

তবু ছিলাম আমি পাশেই, কিমি পাঁচেক দুর হয়তো হবে।

ডাকলেই পেতে হয়তো সাড়া, একটু খুঁজলে ই পেয়ে হয়তো যেতে।

ছিলাম ছয় নম্বরে, বন্ধু তালিকা যদি তুমি ঘা৺‌টলে।

দিনের শেষে ছটা লাইক হলেও, আমার লাইক টা খেয়াল কই বা করলে।

আসতে আসতে তালিকা হলো দীর্ঘ, 500 লাইকে হারিয়ে গেলাম তাই-

ভালোবাসা তার ভালোর জন্যে বাঁচা, চিরদিন যার হাসি দেখতে চাই।

Leave a Reply

%d