Kaustav Ghosh
বলা হয় প্রথম প্রেম কেউ ভুলতে পারে না।
আসলে কেউ শেষ প্রেম হওয়ার চেষ্টা কি করে?
প্রথম প্রেমের আনন্দে হারিয়ে ফেলে সব,
কেউ বা ভুলতে গিয়ে মনে করে বেশি তাকে।
কেউ বা তাকে পেয়ে ভুলে যায় সব অভাব,
ভালো দেখলেও লাগে ভয়, কত কু ডাকে।
ভালবাসা মানে শুধু কি দেনা পাওনার হিসেব?
দূরে থেকেও তার ভালো চাওয়া কি নয়?
লোকে বলে প্রথম প্রেম ভোলা যায় না,
প্রেম তো চিরন্তন, যা শেষ অব্দি থাকে।
কাউকে হারিয়ে ফেলতে কে বা চায়।
যারা থাকার তারা কারন ছাড়া ও থাকে।
তাই নুড়ি পাথরের খোঁজে নিজেকে হারাই,
নিজে? সেই বা হিরের চেয়ে কম কি।
তাই ক্ষতি কি প্রাণ ভরে আজ বেঁচে,
যা তোমার ই তা থাকবেই চিরদিন।
Leave a Reply