শেষ থেকে শুরু

Kaustav Ghosh

সেই কবে থেকে লিখতে বসেছি,

                             কবিতার বেশে মনের কথাগুলো।

দিয়েছি তাকে কত রূপ,

                            দিয়েছি কত ছান্দনিক আকার।

করোনার এই ভয়াল প্রলয়,

কাড়ছে জানা অজানা হাজারো পরিচয়।

চারদিকে এত মৃত্যুভয়-

                        তবু আছে সাহস, আছে ভরসা।

শেষ থেকেই তো সব শুরু হয়।।

শেষ হয়েও কি সব হয় শেষ,

       মানুষের মাঝে আজ ও এতো রাগ-বিদ্বেষ।

মানুষের সুখ মানুষ দেখে মানুষ ই বড় দুঃখী,

দুঃখ দেখে দুঃখী হলে ও মনে মনে হয় সুখী।

তাই আজ রাস্তা জুড়ে বল হরি হরিবোল,

পৃথিবীর এই গভীর অসুখে শুধু কান্নার রোল।

অন্যের দুঃখে সুখী মানুষগুলো ও আজ কাঁদছে ।

সবার শেষেও শেষমেশ কিছুই শেষ হয়নি।

আসলে সবার শেষে কিছু শেষ হয়না,

নতুন গল্পের শুরু সবার শেষ থেকেই হয়।।

Leave a Reply

%d bloggers like this: