Kaustav Ghosh
মৃত্যু- সে তো অজানা অমোঘ সত্য,
যে সত্যের সন্ধান আজ ও নাই।
সন্ধানে যার ঘোরে ফেরে হাজারো প্রশ্ন,
মৃত্যু শুধু কি এক সের মন ছাই?
মৃত্যু কি তবে অন্য জগতে পাড়ি,
মৃত্যু মানে কি নতুন ভাবে বাঁচা।
তাই নিজেকে বারবার মারার চেয়ে,
বীরের মত লড়েই ছাড় এই খাঁচা।
মৃত্যু কি শুধু শূন্যে মিলিয়ে যাওয়া,
মৃত্যু! তাই কি এতো মানুষের ভয়?
ভয়টা আসলে মৃত্যু নিয়েই নয়,
ভয় টা শুধু একাকিত্বেই হয়।
মৃত্যু মানে নতুন গল্প শুরু,
মৃত্যু মানে সবকিছু শেষ নয়।
শুরুটা যতই সাধারন ভাবে হোক,
শেষ টা যেন অসাধারণ ই হয়।
[This poem was published in ‘Udvaban’ Magazine, run by ‘Shibpur Sristi’ NGO. Here is their details:-
Leave a Reply