মা আসছে

Kaustav Ghosh

মহালয়ার ভোর, রেডিয়ো তে বেজে উঠলো মহিষাসুরমর্দিনী।

পূবের আকাশে উদিত রবি প্রকৃতি কে রঙিন করে তুলছে।

ট্রেন লাইনের পাশের কাশফুলগুলো আনন্দে দোদুল্যমান;

মা যে আসছে।

চন্ডীস্তব শুনতেই কাঁচাঘুম ভেঙে উঠে পড়ে কচিকাঁচা থেকে বয়স্করা।

তথ্যপ্রযুক্তি থেকে কোনো বোরিং ডেস্কজব-

রাতজাগা ভোরের পাখিগুলো ও আজ বেশি করে জেগে।

কিসের এক উত্তেজনা প্রতিটি লোমকূপকে উদ্দীপ্ত করে তুলেছে-

মা আসছে।

মন হোক বা দেহ, হাজারো ভিন্নতা থেকে রেডিয়ো;

সারা বছরের ধুলো, নোংরা যতই জমুক-

জমা হোক যত মন খারাপের রাত।

মা যে আমার সবার দুঃখ বোঝে,

মায়ের আমার দশ দশটি হাত।

দুর্গা আসলে প্রতিটি মেয়ের গল্প, দশভুজা হয়ে দশদিকে যার নজর।

দূর্গা আসলে আশ্রয়ের এক নাম-

আশ্রয় দিয়ে নিজের নেইকো আরাম।

হতাশার মাঝে আশার এক আলো;

মা আসছে, সবার করবে ভালো।

Leave a Reply

%d bloggers like this: