প্রতিবিম্ব

Kaustav Ghosh

প্রতিবিম্ব-যা আমরা আয়নাতে দেখি।

নিজেকে,নিজের খুঁটিনাটি গুলো-

যা  নিয়ে করি কত হিসাব নিকাশ।

কখনো বা গ্লানিতে মোহিত হয়ে যাই।

কিন্তু আয়নাতেই কি সঠিক দেখতে পাই?

নিজেকে, নিজের অপূর্ণতা ঢাকার যে লড়াই-

যে লড়াইয়ে সিক্ত কলেবর কখনো চেয়ে বসে মুক্তি।

নিজের বা সমাজের থেকে;

কিন্তু সে ঘুরে দাঁড়ায়-ঘুরে দাঁড়াতেই হবে তাকে।

অসম্ভব স্বপ্ন বুনেও হয়না সে ক্লান্ত।

আমি? হ্যাঁ আমিও দেখি এই সমাজকে।

সমাজের বুকে হেঁটে চলতে গিয়ে,

দেখি তাকে অন্য প্রতিবিম্ব দিয়ে।

সেই নিরীহ জীব যে বাঁধন মুক্তির স্বপনে বিভোর, খাটাতে থাকে সে কত রকম জোর।

তার মুখে দেখি এই সমাজকে,

বিভিন্ন স্টেশনে বা বাস থেকে নামা লাখো কোটি মানুষের বিবেকে।

যারা বাঁধা পড়ে আছে নানাবিধ রূপে,

তবু স্বপনে দেখে সেই ভোর নানান স্বরূপে; বাঁধার ধাঁধা ছিড়তেই হবে তাকে।

সে অসহায়, হয়ে নিরুপায়, তবু মানে না সে হার।

যেমন মানে না দিনের পর দিন খেতে না পাওয়া জীর্ণ শীর্ন কুকুর।

এরা কি নয় সেই প্রতিবিম্ব।

ধনী লোভীরা যে সমাজ আঁকে,

নগ্ন করে না কি সমাজব্যবস্থা কে?

আজ ও যখন কুকুর বেড়াল হাজার ঘুরে শেষে, ভীড় করে সব নর্দমা আর জঞ্জালেতে এসে।

মানুষগুলোও ওই লালু ভুলুদের মত, তৃষ্ণার জ্বালায় খুদা ভুলতে বসে।

এদিক ওদিক চাকরি না পেয়েও স্থির, দৃঢ়তা দেখে বিধাতা ও আজ হাসে।

বুকে আছে বল, চরিত্রে তারা দৃঢ়-

তাদের পরিশ্রমে দুখতারা গুলো খসে।

সবার মধ্যে নিজেকে খূঁজে না পেলে, মানুষ হয়ে লাভ তবে কি বেঁচে।

চোখটা খুলে দেখো তবে তুমি চেয়ে,

অলিতে গলিতে নিজেকেই খূঁজে পাবে।

[This poem was published in ‘Udvaban’ Magazine, run by ‘Shibpur Sristi’ NGO. Here is their details:-

https://www.shibpursristi.org/

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading