Kaustav Ghosh
নারীর নাড়ির টানে জুড়ে আছে এই জগত সংসার,
নারী-যার হাতে সৃষ্টি, স্থিতি;
বরাভয়ে যার প্রাণের সঞ্চার।
নারী-যার ত্যাগ তিতিক্ষায়;
বেঁচে ওঠে আর্ত, প্রাণ পায় মৃতপ্রায়-
নারী ই শক্তি, শক্তি ই সত্য, সত্যই সত্যি মূর্তময়।
নারী ই শক্তি-শক্তি ছাড়া শিব ও হয় যে শব,
নারী ই শক্তি- শক্তি ছাড়া সৃষ্টি অসম্ভব।
নারী ই দূর্গা- দূর্গা ছাড়া দেব ও যে অসহায়,
নারী ই শক্তি, শক্তি ই সত্য, সত্যই সত্যি মূর্তময়।
নারী ই শক্তি- যার মাতৃত্বে বেড়ে ওঠে সকল সৃষ্টি,
নারী ই ক্ষমা-যার দেখা অদেখায় শুদ্ধ হয় যে ত্রুটি।
নারী-যাকে ছাড়া পুরুষ অপূর্ণ ই থেকে যায়,
নারী ই শক্তি, শক্তি ই সত্য, সত্যই সত্যি মূর্তময়।
নারী ই শক্তি-শত অপমানেও শক্তি হয় না ক্ষয়,
নারী ই শক্তি- যার অসম্মানে বংশ ধ্বংস হয়।
নারী ই আলো, তাকেই যদি কারাগারে রাখা হয়-
প্রলয় ও বিপর্যয়ে তবে কিসের এতো ভয়।
নারী ই শক্তি-যার স্পর্শ ছাড়া জীবন বর্ণহীন,
নারীর সংখ্যা কমলে সে যুগ হবেই হবে বিলীন।
যে আছে রাস্তাঘাটে, সেই আছে প্রতিমায়-
নারী ই শক্তি, শক্তি ই সত্য, সত্য ই সত্যি মূর্তময়।
[This poem was published in ‘Udvaban’ Magazine, run by ‘Shibpur Sristi’ NGO. Here is their details:-
Leave a Reply