-
আমার ধর্ম দর্শন (ছড়ার আকারে)
কৌস্তভ ঘোষ নিরাকারে আছে আকার, আকারেই সাকার সাধনা। যে রূপেই ডাকি বা তোমায়, করি তো তোমারই বন্দ্ণা। কৃষ্ণ নামে কেউ বা ডাকে, কেউ বা বলে দূর্গা। কেউ বা ডাকে রহিম বলে, কেউ বা যায় দরগা। কেউ বা যিশু স্মরণ করে, শান্তি পায় গির্জা গিয়ে। জীবসেবার মধ্য দিয়ে খোঁজে জীবের মধ্য দিয়ে। নানা ভাবে নানা মতে…