ভুল ছিলে

boy and girl sitting on bench toy

কৌস্তভ ঘোষ

প্রিয়তমা,

ভুল ছিলে তুমি।

দৌড়ে গেছিলে মরীচিকার পিছনে।

ভুলে গেছিলে সবাইকে নিয়ে চলা যায় না।

ভুলে গেছিলে সবাইকে খুশী রাখা যায় না।

সবাই পাশে থাকলেও সবাই পাশে থাকে না।

ভেবেছিলে সব ঠিক হয়ে যাবে।

ভুল ছিলে তুমি।

আসলে কিছু কিছু অসম্পূর্ণতা সুন্দর।

সবাইকে পাশে চাইতে গিয়ে হারিয়ে যাচ্ছিলে তুমি।

ভেবেছিলে দূরে গেলেও কাছেই থাকবে।

ভুল ছিলে তুমি, খুব ভুল ছিলে তুমি।

দূরে যেতে যেতেই চলে গেলে না ফেরার দেশে।

যেখান থেকে তুমি চাইলেও ফিরতে পারবে না।

তোমার ভেতরে ছিলাম, তাই আমিও হারিয়ে গেলাম।

একটু সময় শুধু চেয়েছিলাম তোমার থেকে,

চেয়েছিলাম অনেকখানি ভরসা।

স্বপ্নগুলো বাস্তব করতে লড়ে নিতাম ভাগ্যের সাথে।

জানো সব ঠিক করেও নিতাম।

কিন্তু তোমার ছিল বড় তাড়া।

তাড়াহুড়ো করে চলে যেতে হলো অনেকদূর।

যার সাথে কাটবে ভাবলাম জন্ম জন্মান্তর,

চলে যেতেই হলো তাকে আলোকবর্তিকা দূরে।

এটা শুধু গল্প হলেই পারতো।

রবার দিয়ে ভুলগুলো মুছে দিতাম।

আসলে সব ভুল মানুষ করে না,

আকাশের তারারা ও কিছু ভুল করে

One response to “ভুল ছিলে”

Leave a Reply

%d