মধ্যবিত্ত ও স্বপ্ন

কৌস্তভ ঘোষ

স্বপ্নগুলো বুঝি মধ্যবিত্ত দের চোখেই ভেসে ওঠে-

গরীব দের তো স্বপ্ন দেখাই মানা।

আর উচ্চবিত্তদের-

তাদের জীবনটাই তো স্বপ্নময়।

শুরু সবাই শূন্য থেকেই করে।

মহাসিন্ধুর ওপার থেকে এসে তার একটাই হয় কাজ-

শূন্যের আগে সংখ্যা বসাতে বসাতে মহাশূন্যের উদ্দেশ্যে  যাত্রা।

শূন্য থেকে শুরু করে শেষটা ও যেন শূন্য না হয়।

সমস্যা টা এক; তার সমাধান টা খুব আলাদা কিছু না।

বিত্তে বড় হয়ে নিজের বৃত্ত টা ও বড় রাখা।

One response to “মধ্যবিত্ত ও স্বপ্ন”

  1. Beautiful lines but I think there is no boundaries of dreams for everyone may be poor or rich. 👍🌹

Leave a Reply

Discover more from LAWET

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading