Kaustav Ghosh (কৌস্তভ ঘোষ)
আমি চাই এক আত্মহত্যাহীন পৃথিবী,
আমি স্বপ্ন বুনি সেই পৃথিবীর।
হয়তো আজকের হিসাবে তা আকাশকুসুম।
হয়তো আজকের হিসাবে তা অবাস্তব।
কিন্তু স্বপ্ন দেখেই তো যাত্রা শুরু করে বাস্তবের কাহিনী গুলো,
যে কাহিনী গুলো গল্প হলেও সত্যি।

যেভাবে কুমারটুলির বুকে সৃষ্টি হয় প্রতিমা,
যেভাবে স্বপ্নকে বিজ্ঞানীরা করে তোলে বাস্তব,
যে ভাবে স্বাধীনতার স্বপ্ন দেখে প্রতিটা বিপ্লবী।
বিপ্লবটা কি একটি স্বপ্ন নয়?
যে স্বপ্নে মানুষ নব উদ্যমে বেরিয়ে আসে,
স্বপ্ন দিয়েই সবকিছুই হয় শুরু;
যে স্বপ্ন দেখেই মানুষ পরিবর্তনের দেয় ডাক।
আমিও তাই স্বপ্ন দেখি এক আত্মহত্যাহীন পৃথিবীর।

পাখীরাও হারের আগে মানে না হার,
যদি পশুরা নিজেদের না করে শেষ,
কীটপতঙ্গরাও মরার আগে না মরার নেয় পণ,
তবে মানুষরা কেন হেরে যাই,
কেন ভাবি সব শেষের আগেই শেষ।
শেষ সব গল্পেরই হয়, হবেই একদিন যবনিকা পাত।
তবু মানুষই পারে শেষ দৃশ্যটার সুন্দর রূপ দিতে।
যেদিন সবাই কাঁদবে, শুধু সে হাসবে।
অগাধ এক শান্তি, তৃপ্তি তার বুকে।
না পাওয়াতেও আছে যে সুখ,
সে কি নিজেকে শেষ করলে পাবে??
[I dare to dream of a world without self destruction, suicide. It is one of the purpose of my life. When mental health is in good condition, there is less domestic violence. And then there will be lesser crime rate. I want to make a world secure, beautiful for our future generation. I am doing it for them, are you?]
Leave a Reply